Crime News tv 24
ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান পারভেজ হত্যার রহস্য উৎঘাটন সমকামিতার জেরে সংঘটিত হত্যাকাণ্ডে গ্রেফতার-০২

রূপগঞ্জ প্রতিনিধি:-
জুলাই ৭, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান পারভেজ হাসান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার একদিনের মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন করেছে রূপগঞ্জ থানা পুলিশ। তদন্তে উঠে এসেছে, সমকামিতার গোপন সম্পর্ক ও সেই সম্পর্ক ঘিরে পারস্পরিক দ্বন্দ্ব থেকেই ঘটে এই নির্মম হত্যাকাণ্ড।

এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মামলা দায়ের করলে রূপগঞ্জ থানা পুলিশ তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (৬ জুলাই) রাতে পৃথক অভিযানে রূপগঞ্জের তারাবো ও কুমিল্লা থেকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা হলেন—কুমিল্লার মুরাদনগর উপজেলার আল আরাফাহ ইসলামী ব্যাংকের কোষাধ্যক্ষ মেহেদী হাসান ইমন এবং ইউএস বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আরমান হোসেন। তদন্তে উঠে আসে, নিহত পারভেজের সঙ্গে মেহেদী হাসান ইমনের সমকামী সম্পর্ক ছিল। একইসাথে আরমান হোসেনের সাথেও ঘনিষ্ঠতা ছিল পারভেজের। এই সম্পর্কঘটিত দ্বন্দ্ব থেকেই হত্যার পরিকল্পনা হয়।

পুলিশ জানায়, গত ২ জুলাই রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার গিয়াসউদ্দিন মোল্লার পাঁচতলা ভাড়া বাসার ছাঁদে পারভেজকে ডেকে নিয়ে মেহেদী হাসান ইমন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে ওই ভবনের অন্য একটি ফ্ল্যাটে বসবাসরত কিশোর সিয়াম (১৪) ছাদে খেলতে গিয়ে পারভেজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে সে পরিবারের সদস্যদের জানায়। তাৎক্ষণিকভাবে পারভেজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান। নিহত পারভেজ পাবনা সদর উপজেলার সুপচর এলাকার মজিদ সরকারের ছেলে। তিনি গিয়াসউদ্দিন মোল্লার পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নিতে আদালতে আবেদন জানানো হয়েছে।