Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাসস এর চিফ রিপোর্টার দিদারুল আলম ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি।

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:-
জুন ২৪, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী আলম এ কমিটি অনুমোদন করেন।

কমিটিতে সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থা চিফ রিপোর্টার ও ল’ডেক্স ইনচার্জ অ্যাডভোকেট মোঃ দিদারুল আলম নির্বাচিত হয়েছেন।

দিদারুল আলম ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী।

এছাড়াও এই কমিটিতে সদস্য সচিব পদে রয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, অভিভাবক প্রতিনিধি সদস্য মোহাম্মদ আবুল কালাম, শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ ফরিদ আহমেদ।

দিদারুল আলম বলেন, আমি এই প্রতিষ্ঠান একজন প্রাক্তন ছাত্র, এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমি কাজ করে যাব। আমি সকলের সহযোগিতা কামনা করছি।

দিদারুল আলম সাবেক ছাত্রনেতা। সাংবাদিকদের জাতীয় ট্রেড ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আইন, আদালত ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের জাতীয় সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বোচ্চ আদালতে আইন ও আইন সাংবাদিকতা নিয়ে কাজ করছেন এডভোকেট দিদারুল আলম।