Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালে নানা আয়োজনে কাব কার্নিভাল অনুষ্ঠিত।

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা:-
জুন ২৪, ২০২৫ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ কার্নিভাল অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাব কার্নিভালে প্রধান অথিতির হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাব সভাপতি মিজ তামান্না ফেরদৌসি কার্নিভালের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, খুলনা কাব এর সাবেক সহসভাপতি হায়দার আলী বাবু, ইসলামাবাদ সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. মকবুল হোসেন খান, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষাক মো. মতলুব হোসেন, পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক সংকর কুমার শিকদার, বাগেরহাট জেলা কাবের কোষাধ্যক্ষ মো. তানজির আলী বাবু, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার। বাংলদেশ স্কাউট রামপাল উপজেলার আয়োজনে ও বাংলদেশ স্কাউট খুলনার সহযোগীতায় এবং উপজেলা কাব লিডার মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কাব কমিশনার তাপস চন্দ্র পাল, সাধারণ সম্পাদক মো. আ. খালেক, কোষাধ্যক্ষ মো, ইজাদুল হক, প্রধান শিক্ষাক সুব্রত মজুমদার, সহকারী শিক্ষাক নাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রাথমিক বিদ্যালয়ের কাব শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আবাহমান গ্রাম বাংলার বিভিন্ন লোকজ অনুষ্ঠান প্রদর্শন করে। পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।