Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে আনন্দঘন পরিবেশে কাপ কার্নিভাল প্রোগ্রাম অনুষ্ঠিত।

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
জুন ২৪, ২০২৫ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গফরগাঁও সারা দেশের ন্যায় আনন্দঘন পরিবেশে কাপ কার্নিভাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কাপ কার্নিভাল উদ্যোগে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ জুন সোমবার সকালে গফরগাঁও মিনি স্টেডিয়াম এ শুভ উদ্বোধন করা হয়।
স্কাউট গফরগাঁও উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন। গফরগাঁও উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান কাজলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ স্কাউট গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলাম। এখানেউল্লেখ্য যে গফরগাঁও উপজেলা থেকে এই অনুষ্ঠানে ৩০টি বিদ্যালয় অংশগ্রহণ করে।