Crime News tv 24
ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় পুলিশের ৫৮তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত।

Link Copied!

খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশের ৫৮তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ আজ (রবিবার) সকালে ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। ৫৮তম টিআরসি ব্যাচের ৮১৭ জন প্রশিক্ষণার্থী এই সমাপনী ও কুচকাওয়াজে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।


পরে তিনি কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে ট্রফি প্রদান করেন। ৫৮তম টিআরসি ব্যাচের মধ্যে সর্ববিষয়ে চৌকস টিআরসি নির্বাচিত হন শেখ সোহেল রানা, একাডেমিক বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি মোঃ তামীম হুসাইন, মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি মোঃ কাওছার হাবিব শেখ এবং মাসকেট্রিতে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হন মোঃ সোহান।
অ্যাডিশনাল আইজি রিক্রুট কনস্টেবলদের উদ্দেশ্যে তাঁর ভাষণে বলেন, জনগণের জীবনের নিরাপত্তা বিধান ও সম্পদরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ, দুর্যোগ ব্যবস্থাপনা, সমাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে পুলিশের ভূমিকা অপরিহার্য। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনস থেকে পুলিশের সদস্যরাই প্রথম প্রতিরোধ গড়ে তোলে। সেই পুলিশ বাহিনীর সদস্য হিসেবে আমরা সবাই গর্বিত। একই সাথে সুখী-সমৃদ্ধ দেশ গড়তে পুলিশের নবীন সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে পেরে আমরা আনন্দিত। তিনি বলেন, তোমরা প্রশিক্ষণে লব্ধজ্ঞান মাঠ পর্যায়ে গিয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজে লাগাবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদান রাখতে চেষ্টা করবে এবং জনগণের সাথে ভালো আচরণ করবে। দুর্নীতি, অসদাচরণ যেন তোমাদের স্পর্শ না করে। তোমাদের মাঝেই জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে।
এসময় প্রধান অতিথি পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস, ধর্ম, বর্ণ, লিঙ্গ, শ্রেণিভেদে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও কর্মজীবনে আইনিসেবা জনগণের দোরগোড়োয় পৌছাতে নবীনদের প্রতি গুরুত্বপূর্ণ নিদের্শনা প্রদান করেন। সর্বোপরি দেশ ও জনগণের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখতে প্রশিক্ষণার্থীদের সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার উদাত্ত আহব্বান জানান তিনি।
সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট আবদুল কুদ্দুছ চৌধুরী, খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, ডিজিএফআই এর জিএস কর্নেল একেএম রাশেদুজ্জামান, সামরিক ও বেসামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।