সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী তালগাছি করতোয়া ডিগ্রী কলেজের কর্মচারী আলমগীর হোসেনের মৃত্যুতে ২৩ জুন ২০২৫ সোমবার সকাল ১১ টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এবং গাড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অত্র কলেজের পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার। প্রধান অতিথি তার বক্তব্যে আলমগীর হোসেন এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক সৈয়দা নাসিমা জামান , তিনি তার বক্তব্যে বলেন আলমগীর হোসেন এর পরিবারের প্রতি তার আত্মীয়-স্বজনকে দেখ ভালো করার জন্য অনুরোধ জানান । দীর্ঘদিন চাকরি করার সুবাদে আলমগীরের প্রতি স্মৃতিচারণ করেন প্রভাষক রেজাউল করিম, গাড়াদহ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মো: আফসার আলী, তালগাছি বদিউল আলম ফিলিং স্টেশন এর মালিক এবং অত্র কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মো: নাহিদ,বিজ্ঞান বিভাগের প্রদর্শক মোহাম্মদ আব্দুল ওহাব, প্রদর্শক মো: শাহ জামাল প্রমুখ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সকল বিভাগের প্রভাষক, প্রদর্শক, অফিস পিয়ন এবং ছাত্র ছাত্রী বৃন্দ।
মিলাদ মাহফিল পরিচালনা করেন গাড়াদহ দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মোঃ আবু মুসা এবং অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন তালগাছি করতোয়া ডিগ্রী কলেজের প্রভাষক মো: সরোয়ার হোসেন।
এম. রওশন আলম
বিশেষ প্রতিনিধি
তারিখ : ২৩-০৬-২৫