Crime News tv 24
ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মান্দায় চোরাই এঁড়াবাছুর উদ্ধার সহ এক জন চোর গ্রেপ্তার।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি:-
জুন ২৩, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁর মান্দায় চুরি যাওয়া একটি এঁড়ে বাছুর গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম নাজু আহমেদ (৩৫)। তিনি ভালাইন ইউনিয়নের বনতসর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
জানা গেছে, গত ১৯ জুন বৃহস্পতিবার রাতে উপজেলার ভালাইন ইউনিয়নের ভালাইন গ্রামের বীরেন ওরাওয়ের একটি এঁড়ে বাছুর চুরি যায়।

এ ঘটনায় তিনি মান্দা থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গরু চোরচক্রের সদস্য নাজু আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজু আহমেদ গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শনিবার দিবাগত রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার কন্দরপুর গ্রামে অভিযান চালিয়ে চোরাই গরুটি উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক তরিকুল ইসলাম ওরফে তারেক পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, গ্রেপ্তার নাজুকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক তারেককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নওগাঁ #