Crime News tv 24
ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির কপোতাক্ষ নদের রিং বাঁধ ভেঙ্গে ৪শ বিঘা মৎস্য ঘের প্লাবিত ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশংকা।

Link Copied!

কপোতাক্ষ নদের উপকূল রক্ষা রিং বাঁধ ভেঙ্গে প্রায় ৪শ বিঘা মৎস্য ঘের প্লাবিত। ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশংকা। দিশেহারা হয়ে পড়েছে অর্ধ শতাধিক মৎস্য চাষী। বুধবার (২৮ মে) দুপুরের প্রবল জোয়ারে আশাশুনি উপজেলার দরগাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুবেদখালী এলাকার কপোতাক্ষ নদের উপকূল রক্ষা রিং বাঁধ ভেঙ্গে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ঘটনাটি ঘটেছে। তবে ওয়াপদা বাঁধ থেকে এই রিং বাঁধের দূরত্ব থাকায় জনসাধারনের জীবনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এ বিষয়ে দরগাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল জানান, বুধবার দুপুরের জোয়ারে নদী খনন করে তৈরি করা রিং বাঁধ ভেঙ্গে যায়। এতে ৪শ বিঘার অধিক মৎস্য ঘের পানিতে ভেসে গেছে। কমপক্ষে ২০লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছে মৎস্য চাষীরা। স্থানীয় রহমত আলী জানান, দুপুরের জোয়ারের তোড়ে আমার বাড়ীর পাশ থেকে অনেক খানি জায়গা এক বারে ভেঙ্গে পানি ঢুকে পড়ে। রাতের জোয়ার আসার আগে এই ভাঙ্গন আটকাতে না পারলে ওয়াপদা রাস্তা ভেঙ্গে গিয়ে ইউনিয়নের অনেক এলাকা ডুবে যাবে। পাউবোর আশাশুনি শাখার উপ-সহকারি প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, এটা মুলত ওয়াপদার বাঁধ না, কপোতাক্ষ নদ খননের ফলে সৃষ্টি হওয়া একটি রিং বাঁধ। দুপুরের জোয়ারে পানির চাপে রিং বাঁধ টি ভাঙ্গার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রিং বাঁধ মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এ বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, রিং বাঁধ ভাঙ্গার খবর পাওয়া মাত্রই আমি পাউবো সহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবিহিত করেছি এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।