Crime News tv 24
ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

খোরশেদ আলী মাতব্বর তুরাগ থানা এলাকায় মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেও মিথ্যা মামলা তার পিছু ছাড়িনি।

স্টাফ রিপোর্টারঃ-
মে ১৯, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর তুরাগ থানাধিন বাউনিয়া বাজার এলাকার এলাকার স্থায়ী বাসিন্দা খোরশেদ আলী মাতব্বর, যে কিনা তুরাগ থানা এলাকায় এক জীবন্ত মানবতার ফেরিওয়ালা।

তরাগ থানাধীন বাউনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বাউনিয়া এলাকার সড়ক, বিদ্যুৎ, সাপ্লাই লাইন গ্যাস সহ সাধারণ মানুষের কাছে কল্যাণে সব সময় নিয়োজিত থেকেও বাউনিয়া এলাকার এক শ্রেণীর মানুষের  মিথ্যা হামলা মামলা সহ এই মানবিক ব্যক্তিকে ভূমিদস্য বানাতে একটিবার ও পিচপা হয়নি তার এলাকার কতিপয় কয়েকজন ভূমি লোভি ব্যক্তিরা।

সরে জমিনে খোঁজ নিয়ে জানা যায়, তুরাগ থানা এলাকার বাউনিয়া বাজার এলাকার খোরশেদ আলী মাতব্বর এর সাথে একই এলাকার মুজিবুর রহমানের সাথে জমিজমা সংকান্ত মামলা চলমান রয়েছে,মুজিবুর রহমান যে ৩১ শতাংশ জমি নিজের বলে দাবী করেন, প্রকৃত পক্ষে সে জমিটি অনেক আগেই ক্রয় করেন খোরশেদ আলী মাতব্বর যার মূল দলিলাদি খাজনা খতিয়ান এমনকি রেকর্ড ও রয়েছে খোরশেদ আলী মাতব্বর এর নামে।

ছাইদুল ইসলাম এর পূর্ববর্তী ডিক্রীদার শামসুদ্দিন গং কর্তৃক ঐরূপ

“নালিশী ১৮৪০ দাগের মোট জমি ২০.৯৬ একর যার মধ্যে আমাদের দাবী মাত্র ৫.৩১ একর। ১৮৪০ দাগের বাকী জমির মধ্যে ঢাকা সিন্ডিকেট জমি ছিল কিনা বলতে পারবো না। ১৮৪০ দাগের আমাদের দাবীকৃত ৫.৩১ একরের বাহিরে ঐ দাগের অন্য কোন জমিতে আমাদের দাবী নাই। ঢাকা সিন্ডিকেটের কোন জমিতে আমাদের দাবী নাই।”

(খ) “আমাদের সম্পত্তি ঢাকা ডেভেলপমেন্ট সিন্ডিকেটের সম্পত্তির লাগ দক্ষিণ পাশেই।”

(গ) “২২২৬ দাগে ঢাকা সিন্ডিকেটের ০.৫২ শতাংশ জমি আমরা দাবী করি না। কারণ আমরা আমাদের টুকু দাবী করি। ২২২৬ দাগে মোট জমি ৪.৮২ একর যার মধ্যে আমাদের দাবী মাত্র ১.২২ একর জমি।”

মামলার আরজিতে শামসুদ্দিন গংরা নিজেরাই দাবী করে ঢাকা ডেভেলপার সিন্ডিকেটের খোরশেদ আলী মাতব্বর এর অংশে তাদের কোন জমি দাবী নেই। খোরশেদ আলী মাতব্বর এর কাছে তাদের কোন জমি না থাকলেও তারা কি কারনে একজন বয়স্ক ব্যক্তি এবং তার পরিবারের নামে মিথ্যা মামলা দিয়ে বারংবার হয়রানি করছে এর কারন একেবারে অজানা।

এ বিষয়ে  মজিবুর রহমান ও সাইদুর গংদের সাথে একাধিক বার যোগাযোগ করেও কোন সারা পাওয়া যায়নি।

এ ব্যাপারে খোরশেদ আলী মাতব্বর বলেন, আমি একজন বয়স্ক মানুষ তারা যদি আমার কাছে জমি পায় তা হলে তারা আদালতে মাধ্যমে বাহির করে নিক তাতে আমার কোন আপত্তি নেই।

কিন্তু তারা যে ভাবে মিথ্যা মামলা এবং বিভিন্ন পর্যায়ের প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকরততাদের দিয়ে আমাকে এবং আমার পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে তাতে করে আমি পরিবার নিয়ে খুব আতঙ্কের ভিতরে আছি।

আমি স্থানীয় প্রশাসন এবং বর্তমান সরকারের কাছে এর সুষ্ঠু সমাধান আশা করি।