Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ৮ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কুয়েত থেকে একদিনেই ৩২৯ প্রবাসী বহিষ্কার, কঠোর অবস্থানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

admin
মে ৮, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-

গত রবিবার অভ্যন্তরীণ মন্ত্রণালয় বিভিন্ন দেশের মোট ৩২৯ প্রবাসীকে বহিষ্কার করেছে। এর মধ্যে ১৭৩ জন নারী ও ১৫৬ জন পুরুষ রয়েছেন। কেউ কেউ দেশের মধ্যে অবৈধভাবে অবস্থান করার দায়ে, আবার কেউ অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে গ্রেপ্তার হন।

সূত্র জানায়, যেসব প্রবাসী আবাসন আইন লঙ্ঘন করেছেন, তাদেরকে ডিপোর্টেশন বিভাগে পাঠানো হয়েছে। আর যাদের কাছ থেকে মাদকদ্রব্য বা মদ পাওয়া গেছে, তাদেরকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও নিরাপত্তা সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া সকল প্রবাসীদের স্পন্সরদের সঙ্গে যোগাযোগ করে তাদের বিমানের টিকিটের ব্যবস্থা করতে বলা হয়েছে। যদি কোনো স্পন্সর টিকিট না দেয়, তাহলে মন্ত্রণালয় নিজ খরচে তাদের বহিষ্কার করে এবং স্পন্সরের ফাইল ব্লক করে রাখে যতক্ষণ না সেই খরচ পরিশোধ করা হয়।