Crime News tv 24
ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

‘আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন একই সব জিনিস ফারহাদ মজহার কবি ও রাষ্ট্রচিন্তক

মোঃ মাহাবুব আলম রিপোর্টার
এপ্রিল ২০, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্র গঠনে সংস্কার কমিশনের প্রস্তাব ও তার বাস্তবতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন ফরহাদ মজহার। জাতীয় প্রেসক্লাব আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসাইন চেয়ারম্যান বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এবং আহ্বায়ক রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলন। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আকবর হোসেন ফাইটন চেয়ারম্যান নতুন বাংলা।

জুলাই ঘোষণা’ না হওয়ায় ছাত্ররা বড় ধরনের ঝুঁকিতে পড়ে গেছেন বলে মনে করেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি ছাত্রদের জুলাই ঘোষণা দিতে দেননি। এটা অন্যায় কাজ হয়েছে।… এরা বড় ধরনের ঝুঁকিতে পড়ে গেছে আজকে। এই ঝুঁকির দায় কে নেবে? কারণ বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সব একই জিনিস। এরা তো এই তরুণদের বাঁচতে দেবে না।’

আজ শনিবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ‘রাষ্ট্র গঠনে সংস্কার কমিশনের প্রস্তাব ও তার বাস্তবতা’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরহাদ মজহার। গণ অভ্যুত্থান নেতৃত্বে দেওয়া ছাত্রদের অনেকেই তার পাটচক্র ছিলেন বলে অনুষ্ঠানে জানান তিনি।
রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলন নামের একটি প্লাটফর্ম আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ফারহাদ মোজাহার বলেন আপনি যে জুলাই ঘোষণা করতে দেন নাই আপনি কি যুক্তিতে দিলেন না? বলছেন আপনি জাতীয় ঐক্যমত তৈরি করবেন একটা কথা বলতে চাই বাপের নাম কি ছেলে দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত বছরের 31 ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল এই ঘোষণাপত্র নিয়ে তখন দেশের রাজনৈতিক অঙ্গন নানা আলোচনা তৈরি হয় পরে অভ্যন্তরী সরকারের পক্ষ থেকে বলা হয় ঘোষণাপত্র তৈরীর লোককে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারদের সঙ্গে আলোচনা করবে সরকার তবে এই ঘোষণাপত্র সরকার দেবে না সরকার ঘোষণা পত্রের প্রক্রিয়াকে সহায়তা করবে ঘোষণাপত্র আসবে সবাই ঐক্যমতের ভিত্তিতে চলিত বছরের জানুয়ারি মাসে মাঝামাঝি সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীদারীদের সঙ্গে জুলাই ঘোষণা পত্র নিয়ে সরকার বৈঠক করেছিল এরপর জুলাই ঘোষণাপত্র নিয়ে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি তখন বিষয়টি আমার সামনে এনেছেন ফরহাদ মজহার। অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের উদ্দেশ্যে ফরহাদ মজহার আপনারাই বলেন ডক্টর ইউনুসকে পাঁচ বছর থাকতে। তিনি কিভাবে থাকবে পাঁচ বছর। আপনি তো ভুল করে ফেলেছেন প্রথম দিনেই। দ্বিতীয় তর্কটি করেছেন ইউনুস নির্বাচিত না। আরে ভাই নির্বাচিত না মানে কি তিনি রক্তদানের মধ্য দিয়ে হয়েছেন ।আমি রক্ত দিয়ে তাকে নির্বাচিত করেছি। গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয় এটি আমার মনে করিয়ে দিয়ে এবং কোন দলের নাম উল্লেখ না করে ফারহাদ মজহার বলেন যদি তোমরা অব্যর্থন করতে পারতা তাহলে তোমরাই তো থাকতা ক্ষমতায় তোমরা তো পারো নাই তোমরা তো শেখ হাসিনার পরাজিত শক্তির মত এখন তোমরা ঘুরছো কি কথা বইলা নির্বাচন নির্বাচন নির্বাচন