Crime News tv 24
ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুর থানা পুলিশের অভিযানে ট্রাক-ভর্তি টিসিবির চাল জব্দ

এম. রওশন আলম বিশেষ প্রতিনিধি:
মার্চ ১৭, ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকভর্তি ৩ হাজার ৪৫৮ কেজি টিসিবির চালসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ । কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ওই চালভর্তি মিনি ট্রাকটি আটক করা হয়।

রবিবার (১৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলী । তিনি জানান শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বেলতৈল বাজারে অভিযান চালিয়ে ট্রাক ভর্তি চালসহ ওই দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলার কামারখন্দ উপজেলার হাটখোলা গ্রামের সাজু সরকারের ছেলে আব্দুর রহমান এবং একই উপজেলার আলোকদিয়া পশ্চিমপাড়ার আব্দুল শিকদারের ছেলে শিপন শিকদার।

তিনি আরো জানান উপজেলার কৈজুরি ইউনিয়নের হাটপাচিল গ্রামের বাচ্চু মিয়া ওই চাল তাদের কাছে বিক্রি করেছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে । আটককৃতদের রবিবার বিকেলে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

এম. রওশন আলম
বিশেষ প্রতিনিধি
মোবাইল : ০১৭১৩৬০৮৭৪৭
তারিখ : ১৬-০৩-২০২৫