Crime News tv 24
ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে শিবের সান্নিধ্য লাভের আশায় ভাত না খেয়ে ২২ বছর শিব ভক্ত

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পুকুরপাড়ের সাথে নির্জন এক শ্মশান ঘাট, ভূতুড়ে বাড়ি সামনে শিবের সাজে হাতে ত্রিশূল ও কুমন্ডল, কপালে চন্দন ও পড়নে পশুর চামড়া পরে নিজের টাকায় টিন দিয়ে কাঁচা ছোট একটি শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন শিব ভক্ত ৮০ বছর বয়সী দূর্লভ রায় নামের এক সাধক। বিভিন্ন এলাকা থেকে শিবের এই অকৃত্রিম ভক্তকে দেখতে ছুটে আসেন অনেকেই। নিয়ে আসেন শিবের জন্য প্রসাদ স্বরুপ ফল। পূজা শেষে ওই ফল খেয়েই ২২ বছর ধরে শিবের পূজা করছেন দুর্লভ রায়। পরকালে শিবের সানির্ধ্য শান্তি লভের আশায়, পূজা অর্চনা করেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার ইচ্ছা তার। শিব ভক্ত সংসার ত্যাগি শ্মশানে বসবাস কারি দূর্লভের বাড়ী ঠাকুরগাঁও জেলায় রাণীশংকৈল উপজেলার কাতিহার বাজার সংলগ্ন ডোবাহার এলাকায়।

দূর্লভ রায় এই প্রতিবেদক কেবলেন, ২২বছর ধরে আমি সংসার ত্যাগি। আমি কবরে ঘুমাই আমার মৃত্যুর পর যেন
সেই কবরেই আমাকে রাখা হয়।
তিনি বলেন, আমি অন্ধকারে থাকি এখানে কারেন নাই, তার শেষ ইচ্ছা, সরকার কিম্বা কোন সদয়বান ব্যাক্তি যদি শিব মন্দিরটি পাকা করে দেন মহাদেব তার মঙ্গল করবেন। তিনি এ কথা বলেন।