পাইকগাছায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পাঁচ আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সকল আসামিদের বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্টের হিসেবে মঙ্গলবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হরিঢালী ইউনিয়নের মৃত প্রভাত মজুমদারের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
নির্মল মজুমদার, একই ইউনিয়নের ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক জিএম আঃ সাত্তারের ছেলে জিএম তরিকুল ও কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামের মৃত নুরুল মোড়লের ছেলে আওয়ামী সদস্য মোঃ বাবর আলী মোড়লকে আটক করা হয়েছে। এ বিষয়ে (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, তাহারা সকলে পাইকগাছা থানার ১০ নং মামলার অভিযুক্ত আসামি।
এছাড়াও উপজেলার রাড়লী ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোঃ ছহিলউদ্দীন গাজীর ছেলে যুবলীগ সদস্য মোঃ শিমুল গাজীকে ১৬ নং মামলায় ও লতা ইউনিয়নের কাটামারি গ্রামের মৃত খগেন্দ্রনাথ মন্ডলের ছেলে যুবলীগ সদস্য কুমারেশ মন্ডলকে ৬ নং মামলায় আটক করেছে থানা পুলিশ।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে থানা পুলিশ বিভিন্ন মামলার পাঁচ আসামিকে আটক করা হয়েছে। আটককৃত সকল আসামিদের বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশের এ কর্মকর্তা।