Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চিলমারীতে “অপারেশন ডেভিল হ্যান্ড” গ্রেফতার-০৩

হাবিবুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায়, চিলমারী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর ০৩, তারিখ: ১২-২-২০২৫ইং।

ঘটনার বিবরণে জানা গেছে, গত ২ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুপুর ২.৩০ মিনিটে একটি মিছিল বের করে কলেজ মোড় থেকে এলএসডি মোড়ে আসলে বিবাদীগণ হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত হয় আব্দুর রহমান পারভেজ ও দৃষ্টি প্রতিবন্ধী অন্তর মিয়া সহ আরো ৮/১০ জন। ১২-০২-২০২৫ তারিখে উপজেলার মুদাফৎথানা সরকার পাড়া গ্রামের সাহেব আলী (১৯), পিতা মোঃ আমিনুল ইসলাম বাদী হয়ে ৫০ জনকে এজাহারভুক্ত ও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে চিলমারী মডেল থানা একটি মামলা দায়ের করেন। বুধবার দিবাগত রাত ২টার সময় চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মুশাহেদ খানের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে, রমনা মডেল ইউনিয়নের সাবেবক চেয়ারম্যান নুর-ই-এলাহী তুহিন (৫০), রমনা ইউনিয়নের ছাত্রলীগ কর্মী সামিউল ইসলাম ওরফে সাগর (২৬), ভট্টপাড়া গ্রামের জাকিরুল ইসলাম (৩২) কে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন বলে জানা গেছে।