Crime News tv 24
ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সাগর নদীর প্রেম যেন হারাবার নয়……

admin
জানুয়ারি ৫, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ারুল কবির বাবলু:-
************************************************
আমি যে অকালে ঘর বেঁধেছি ভরা নদীর বাঁকে
সকালে এসেছিল হৃদয় দরপনে, আঁকা যে ছবি
সে যে আমার ভালোবাসার নদী ।
নদী আর নারী যেন একই সুতায় গাঁথা
যৌবনে জোয়ার আসে, হাসে জলের ঢেউ
নারী বসন্তে ফুটায় ফুল, প্রেম নিবেদন করে।
আমি আজও আছি অপেক্ষায় দাড়িয়ে
নদীর বুকে ভালোবাসা খুঁজতে
অবশিষ্ট কিছু আছে নাকি, এই অবেলাতে।
নাকি শুকিয়ে গেছে মরা নদী ব্রহ্মপুত্রের মত
তবু ভালোবাসি প্রিয় নদীকে।
ভোরের সূর্য উঠার আগে চোখ মেলে যাকে দেখি
যার বুকে আশ্রয় পেয়েছি
সাঁতার কেটে কাটিয়ে দিয়েছি দিন মান।
অনেক সময় পেড়িয়ে গেছে
হয়তো আছ অনেক সুখে
ভুলে গেছ আমাকে, আমাদের অতীতকে।
আমি বেদনায় কাতর, আজো খুঁজি জয়নুল পার্কে
বাদাম কিংবা ফুসকার দোকানে
কেন খুঁজি জানিনা, হয়তো পাবোনা আর কোনদিন।
সন্ধা নামে বৃষ্টি ঝরে, আকাশ কালো মেঘে ঢাকা
ভালো থেকো প্রিয়তম, সঙ্গীহীন আমি একা।
বুঝিনিতো আগে পৃথিবীটা এত স্বার্থপর
দু’দিনের দুনিয়াতে আপন মানুষ গুলো হয়ে যায় পর।
বিদায় বেলায় নদীর কাছে বলি
তোমার গভীর জলে স্রুত রাশি রাশি
আমি হাড়িয়ে গিয়াছি তোমার ঘুর্ণী স্রুতে
মিশে গেছি কাম নদীর কামিনী হয়ে।
নদীও নারীর মত কথা হয়
সাগরের বুকে নদীও একদিন মাথা রেখে ঘুমায়
আবার দুজনার প্রেম হয়
সাগর নদীর প্রেম যেন হারাবার নয়।