Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে পিটিয়ে জখম।

admin
ডিসেম্বর ৩১, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ-

নলছিটি নলছিটিতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে পিটিয়ে জখম।থানাধীন উত্তর ঝুরকাটি গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।গতকাল সোমবার দিন বিকেল পাঁচটায় হামলার ঘটনা ঘটে। এতে কহিনুর বেগম (৬০) আসমা বেগম (৪০) ও লাভলু (৩৫) নামের তিনজন গুরুতর আহত হয়েছে

আহত কোহিনুর বেগম উত্তর ঝাউকাঠি গ্রামের মৃত নুর ইসলামের স্ত্রী।পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে নলছিটি হাসপাতাল নিয়ে গেলে সেখানে গুরুতর আহত কোহিনুর বেগমের শাররিক অবস্থার অবনতি দেখলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে  ও অপর আহত আসমা বেগম  ও লাভলুকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়।

আহত সূত্রে জানা গেছে, মৃত নুর ইসলামের পরিবারের  সাথে জমি জমা নিয়ে তার পার্শ্ববর্তী আনোয়ার মাঝি ও রেজাউল করিম গংদের সাথে বিরোধ চলে আসছে।প্রতিপক্ষ আনোয়ার মাঝী ও রেজাউল করিম ভুয়া একটি পক্ষের মাধ্যমে এস এ রেকর্ড দেখিয়ে তাদের কাছে পাওয়ার অফ এটনি দেখিয়ে সেই জমি জবরদখলের চেষ্টা করে।আর এ নিয়ে মৃত নুর ইসলাম পরিবারের গংগের সাথে তাদের বিরোধ চলে আসছিল ও একাধিক মামলা চলমান এবং ওই জমিতে ইনজেকশন  জারি করা।হঠাৎ করে গতকাল প্রতিপক্ষ আনোয়ার মাঝি ও রেজাউল করিম ভাড়া করে সোহেল, রুবেল, নাঈম সহ অজ্ঞত ২০-২৫ জন লোক নিয়ে মৃত নুর ইসলামের ওয়ারিশদের জমি  জোরপূর্বক জবর দখলের চেষ্টা করে।এতে মৃত নুর ইসলামের স্ত্রী কহিনুর বেগম মেয়ে

আসমা ও লাভলু বাধা দিতে গেলে  প্রতিপক্ষরা তাদের পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় গুরুতর আহত কোহিনুর বেগম শেবাচিমের মহিলা সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।