Crime News tv 24
ঢাকাশনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

admin
ডিসেম্বর ২৮, ২০২৪ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ময়মনসিংহ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আয়োজনে ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ বিভাগের আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের বিভাগীয় সমন্বয়ক ডা: মাহমুদ হোসেন নাসিম বলেন, আমরা মূলত আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ৩টা দাবি নিয়ে আমাদের আন্দোলন শুরু করেছিলাম।

আন্দোলন ৩টি হল ক্যাডার যার মন্ত্রণালয় তার,উপসচিব কোটা বাতিল চাই,ব্যাচ ভিত্তিক প্রমোশন চাই। এর সাথে নতুন যে দাবী যুক্ত হয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক স্বাস্থ্য ও শিক্ষাকে ক্যাডার সার্ভিসের বাইরের রাখার যে অভিপ্রায় ওনারা ব্যক্ত করেছেন সেটা অবিলম্বে বাতিল চাই।

এই ৪টা দাবিতে আমরা আন্দোলন করছি। ভবিষ্যতে আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যাব। আমরা কোন কোটা চাচ্ছি না, আমরা কোটামুক্ত বাংলাদেশ চাই।

তিনি আরো বলেন, উপসচিব থেকে সচিব যে পদগুলো আছে ওই পদগুলো উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে উপসচিব থেকে সচিব এই পদগুলো পূরণ করা হোক।  আরও বক্তব্য রাখেন
জেলা মৎস্য কর্মকর্তা নাজিমুদ্দিন,আনন্দমোহন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া সুলতানাপ্রমুখ।এ সময় আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের বিভাগীয় সমন্বয়ক মোঃ মাসুদুর রহমান, ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম, ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য, শিক্ষা, তথ্য, মৎস্য ও কৃষিসহ অন্যান্য সকল ক্যাডার এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।