Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ডিমলা সদর ইউনিয়নে চুরি ও ছিনতাইয়ে আতঙ্ক, নিদ্রাহীন রাত এলাকাবাসীর।

Link Copied!

নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নে চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে শুরু করে ইসলামিয়া কলেজ মোড়, দক্ষিণ তিতপাড়া খানাবাড়ী ও হাজীপাড়া পর্যন্ত টানা কয়েকদিন ধরে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে প্রায় দুই এক দিন পর পর।

গত কয়েক সপ্তাহে একাধিক দোকান, ঘরবাড়ি ও পথচারীকে টার্গেট করে এসব অপরাধ সংঘটিত হচ্ছে। ফলে সন্ধ্যা নামলেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে এলাকাজুড়ে। রাত জেগে বাড়ি পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ, তবু চোর ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমছে না।
এলাকাবাসী জানায়, “রাতের বেলা বাইর বের হতে ভয় লাগে। চোর-ছিনতাইকারীদের ভয়ে ঘুম নেই চোখে।”
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত পুলিশের টহল বাড়ানো ও সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী