নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নে চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে শুরু করে ইসলামিয়া কলেজ মোড়, দক্ষিণ তিতপাড়া খানাবাড়ী ও হাজীপাড়া পর্যন্ত টানা কয়েকদিন ধরে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে প্রায় দুই এক দিন পর পর।
গত কয়েক সপ্তাহে একাধিক দোকান, ঘরবাড়ি ও পথচারীকে টার্গেট করে এসব অপরাধ সংঘটিত হচ্ছে। ফলে সন্ধ্যা নামলেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে এলাকাজুড়ে। রাত জেগে বাড়ি পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ, তবু চোর ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমছে না।
এলাকাবাসী জানায়, “রাতের বেলা বাইর বের হতে ভয় লাগে। চোর-ছিনতাইকারীদের ভয়ে ঘুম নেই চোখে।”
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত পুলিশের টহল বাড়ানো ও সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী

