বাগেরহাটের রামপালের পবনতলা এলাকায় সন্ত্রাসীদের হামলায় দুই সন্তানের জননী এক গৃহবধূ আহত হয়েছেন। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ও সন্ধ্যায় পবনতলার রাস্তায় ও বাড়ীতে ফেলে দুই দফা মারপিট করা হয় ও গৃহবধূকে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনসার সদস্য খান আইনুর ইসলামের স্ত্রী হাওয়া বেগম (৩৪)কে একই এলাকার আজিজ নামের এক ব্যক্তি বাজে ইঙ্গিত ও অশালীন আচারণ করেন। বিষয়টি হাওয়া বেগম তার স্বামীকে জানালে তার স্বামী খান আইনুর ইসলাম আজিজের কাছে এর কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে আজিজের সহযোগী সন্ত্রাসী রুবেল, দুলাল, বাবু, বাদশা, আরিফ, শাকিব, রুমান ও ইমরান ওই দিন সন্ধ্যা ৭টার সময় আইনুর ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা ঘরে ঢুকে আইনুর ইসলামের স্ত্রী হাওয়া বেগমকে পিটিয়ে গুরুতর জখম করে এবং তার কানের দুল ও গলার চেন ছিনিয়ে নেয়। পরে আহত হাওয়া বেগমকে স্থানীয়রা উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে অভিযুক্তের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কারো পাওয়া যায়নি।
রামপাল থানার ওসি আতিকুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, ঢাকাতে আছি। ঘটনা তদন্তসহ দ্রুত আইনানুগ ব্যাবস্থা গ্রাহন করা হবে।

