চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় বসত বাড়ির মধ্যে গলায় ফাঁস দিয়ে হাসান (১৮) এবং কীটনাশক পান করে ছাব্বির (১৮) নামে ২ যুবক আত্মহত্যা করেছে। জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাসাদাহ গ্রামের মাঝের পাড়ায় আব্দুস সালামের ছেলে হাসান আলী নিজ ঘরের বাঁশের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। হাসান পেশায় একজন ট্রাকের ড্রাইভার ছিলেন। বেশ কিছুদিন আগে ট্রাকের ডালায় মাথায় আঘাত লেগে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এতে সে প্রচন্ড রাগী ও খিটখিটে মেজাজের হয়ে পড়ে। মাথার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আত্মহননের পথে বেছে নেয় বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন। অপর দিকে গত শুক্রবার সন্ধ্যায় কীটনাশক পান করে ছাব্বির হোসেন নামের আরেক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ছাব্বির বেনীপুর গ্রামের আবু তালেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাব্বির তার মায়ের কাছে ১০০ টাকা চেয়েছিল কিন্তু তার মা সেটা না দেওয়ার কারনে অভিমানে বাড়িতে রাখা কীটনাশক পান করে সে। কীটনাশক পান করার পর পরিবারের লোকজন গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর ছাব্বির হোসেনের মৃত্যু হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, দুটি আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ দু’টি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলাও তিনি জানান
বার্তা প্রেরক
শিমুল রেজা
০১৭৭৭৫৫৫২৫৪
২৭/০৯/২৫
ছবি নাই