Crime News tv 24
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে মাদক ব্যবসায়ী ও হাইব্রিড বিএন পি নেতার বিরুদ্ধে সাংবাদিকদের মানব বন্ধন।

রাজশাহী ব্যুরোঃ-
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহীতে মাদক কারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণ নাশের হুমকি দিয়েছেন রাজশাহীর গোগাগাড়ীর চিহ্নিত এক মাদক ব্যবসায়ি। এই ঘটনা নিয়ে রাজশাহী সাংবাদিক সমাজে ২৪ সেপ্টোম্বর থেকে শুরু হয়েছে তোলপাড়। এমন জঘন্য ঘটনার প্রতিবাদে রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা ফুঁসে উঠেছে।

২৭ সেপ্টের দুপুর ১২ টায় রাজশাহী মডেল প্রেসক্লাবের উদ্যোগে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মাদক বিরোধী সংগঠন ২১ এর ব্যানারে ঘন্টা ব্যাপী মানব বন্ধন অনুষ্টিত হয়। মানব বন্ধনে সাংবাদিকরা রাজশাহী {৫} আসনের বিএন পি মনোনয় প্রত্যাশী ইসফাক শিমুল কে হুশিয়ারি দিয়ে বলেন শিমুল সকল সময় সুবিধা বাদি দলের হয়ে নিজেকে ক্ষমতাধর ভাবতে শুরু করেছেন। সম্প্রতি সময়ে তার নির্দেশে রাজশাহী {৫} পুঠিয়া দুর্গাপুরে বিএনপির নেতা কর্মীদের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে কিছুদিন পুর্বে ইসফাক শিমুলের নির্দেশে বিএনপির বিতর্কিত নেতা কর্মীরা দুর্গাপুরে বিএন পির প্রতিষ্ঠা বার্ষীকিতে দুর্গাপুরে প্রবীন বিএনপির নেতা কর্মীদের উপর হামলা করেন। এই হামলায় দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব সহ অন্তত ৫ জন গুরুতর আহত হন। আহত হন সংবাদ সংগ্রহ করতে যাওয়া আলামিন নামের একজন গণমাধ্যমকর্মী। এই হামলার ঘটনা নিয়ে আহত সাংবাদিক আলামিন ৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। আহত সাংবাদিক জানান বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইসফাক শিমুলের নির্দেশে সেই হামলার ঘটনা ঘটে। সম্প্রতি সময়ে ইসফাক শিমুলের সাথে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতা কর্মীদের সাথে অন্তরঙ্গ মহুর্তের কিছু তথ্য আসে সাংবাদিকদের হাতে। সাংবাদিকরা বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইসফাক শিমুলের সাথে আওয়ামী লীগের এমন অন্তরঙ্গ মহুর্তের বিষয় নিয়ে জানতে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কোন সাক্ষাতকার দেননি। ২৬ সেপ্টেম্বর ইসফাক শিমুলের এমন ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ হলে ঐ দিন রাত থেকেই সাংবাদিকদের উপর শুরু হয় নানা হুমকি ধামকি। এর পরে তার হুমকির প্রতিবাদে সাংবাদিকরা ফুঁসে উঠে। অপর দিকে রাজশাহীর গোদাগাড়ীর কোদাল কাটির চিহ্নিত মাদক ব্যবসায়ী সেন্টু মেম্বার।, কোটিপতি উপাধী পাওয়া রুহুল ,মাহাবুর, গোদাগাড়ীর সদরের তারেক সহ ডজন হিরোইন ব্যবসায়ীদের অনুসন্ধানে নামেন গণমাধ্যম কর্মীরা অনুসন্ধান শেষে কোটি পতি রুহুল ও সেন্টু মেম্বারের নামে ২৪ সেপ্টেম্বর সংবাদ প্রকাশিত হয়। আর তাতেই উত্তপ্ত হয়ে উঠেন গোদাগাড়ীর মাদক ফাদাররা। মুঠো ফোনে শুরু করেন নানা হুমকি ধামকি। ভবিষ্যতে যদি আবার তাদের নামে কোন সংবাদ প্রকাশিত হয় তাহলে সাংবাদিককে দেখে নিবে এমন হুংকার ছাড়েন গোদাগাড়ী অঞ্চলের টপ মাদক ব্যবসায়ী রাসেল। মাদক ফাদার রাসেলের হুমকি ধামকির কল রেকর্ড নিয়ে ২৪ সেপ্টেম্বর রাতেই থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক। রাসেল চক্রকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান মানব বন্ধন থেকে। মাদক ফাদার রসেলের সহযগীদের খুঁজে বেরকরে তাদের বিরুদ্ধে শাস্তির দাবি তুলেন সাংবাদিক নেতারা। দ্রুত সময়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন মানব বন্ধন থেকে।