সিরাজগঞ্জে র্যাব সদস্যদের দেখে পুকুরে ঝাঁপ দেওয়ায় পানিতে ডুবে এক মাদক ব্যবসায়ী শাওন রেজা (২২) এর মৃত্যু হয়েছে। শাওন রেজা কামারখন্দ উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের নুরুল ইসলাম মন্ডলের ছেলে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘র্যাব-১২ এর সদস্যরা রোববার সন্ধ্যায় ওই গ্রামে মাদক উদ্ধারের জন্য যান। স্থানীয় লোকজনদের সাথে কথা বলার এক পর্যায়ে র্যাব সদস্যদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে শাওন।এ সময় বাড়ি পাশে পুকুরে ঝাঁপ দিলে সে তলিয়ে যায়। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কামারখন্দ থানায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি দায়ের করা মাদকদ্রব্য আইনের এক মামলার চার্জশিটভুক্ত আসামি শাওন রেজা।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমিন উদ্দিন বলেন, ‘হাসপাতালে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। আধাঘণ্টা পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর আহসান হাবিব বলেন, ‘রোববার কামারখন্দে র্যাবের কোনো অভিযান ছিল না। র্যাবের গোয়েন্দা ইউনিটের মাঠকর্মীরা মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য কামারখন্দে যায়। মূলত তাদের দেখে ভয়ে ওই যুবক নদীতে ঝাঁপ দেয়। এরপর ডুবে মারা যায়।