Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

দিনাজপুর প্রতিনিধি:-
আগস্ট ২৯, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়। শুক্রবার ( ২৯ আগস্ট) বিকার সাড়ে ৫ টার সময় আসাদ স্মৃতি শহীদে বৃক্ষ রোপন করা হয়।

২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জনসম্মতি আন্দোলনের সংগঠক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, উপজেলা শাখার আহ্বায়ক মাহমুদ হাসান বাবু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোত্তালিব পাপ্পু,মেরাজ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব বিদায় হাসান স্বাধীন, রায়হান মাসুম প্রমুখ।

বক্তারা বলেন ২০০২ সালে প্রতিষ্ঠিত গণসংহতি আন্দোলনের জনগণের স্বার্থের বাইরে নিজস্ব কোন স্বার্থ নেই। সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সেই লড়াই জারি রেখেছে সংগঠনটি আগামী দিনেও সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়ায়ের সকল গণতান্ত্রিক আন্দোলনে গণসংহতি আন্দোলন তার দায়িত্ব নিয়ে লড়াই চালিয়ে যাবো। মোতালিব পাপ্পু বলেন , বিচার, সংস্কার ও নির্বাচন একসাথে চলতে হবে” এবং “বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, অধিকার ও মর্যাদার বাংলাদেশ গড়তে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠাই হবে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা অব্যাহত থাকবে।