নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার বিকালে স্থানীয় বাসষ্ট্যান্ডে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
নওগাঁ মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ,
বিশেষ অতিথি ছিলেন আইন ও আন্তর্জাতিক সম্পাদক আহমদ শাফী, প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার সভাপতি মুহাম্মদ নাজমুল ইসলাম।
ইসলামী ছাত্র আন্দোলন মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নওগাঁ জেলা শাখার সভাপতি মুহাম্মদ আশরাফুল ইসলাম, সাবেক সভাপতি মাও: মুহাম্মদ জাকারিয়া, সেক্রেটারি মুহাম্মদ শহিদুল ইসলাম, মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আজাদ হোসেন, সহ সভাপতি মাও: মুহাম্মদ শহিদুল ইসলাম, সেক্রেটারী মুফতি মা’আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মুহাম্মদ এস্তেনুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ সুমন হোসেন, উপজেলা মুজাহিদ কমিটির সেক্রেটারি মাও: মুহা: সুলতান মাহমুদ, ছাত্র আন্দোলন উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা হাফেজ আব্দুল্লাহ আল ওয়াদুদ প্রমূখ।
এর আগে একটি আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সন্ধ্যায় আলোচনা সভা ও শেষে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
নওগাঁ#