বিএনপির বাধা-বিঘ্ন উপেক্ষা করে সফলভাবে সম্পন্ন হয়েছে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা পার্টির (বিজেপি) কর্মী সম্মেলন।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে পাটোয়ারী বাড়ি মসজিদ সংলগ্ন হিফজ মাদ্রাসার সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন বিপ্লব। প্রধান অতিথি ছিলেন জেলা বিজেপির সদস্য সচিব মোহতাছিন বিল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম।
এর আগে পূর্বনির্ধারিত স্থান ধনিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্মিত মঞ্চ ভাঙচুর করে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামরুল ইসলাম লাবুর নেতৃত্বে নেতাকর্মীরা। এছাড়া সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বেলাল নেতৃত্বে বিএনপি কর্মীরা পথে পথে সম্মেলনে আসা কর্মীদের বাধা প্রদান এবং রিকশা-অটোরিকশা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওসি হাসনাইন পারভেজের নেতৃত্বে পুলিশ এবং র্যাব সদস্যরা সতর্ক অবস্থান নেন। শেষ পর্যন্ত সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়।
এ ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে—এটি কি যুবদল সদস্য সচিব বেলালের ব্যর্থতা, নাকি বিজেপির প্রতি তার বিশেষ সদয় দৃষ্টি? একাংশ মনে করেন, বেলালের নমনীয় অবস্থানের কারণেই সম্মেলন ব্যাহত হয়নি। তবে অন্যদের মতে, বিএনপি ও বিজেপি নেতাদের আত্মীয়তার সম্পর্ক সম্মেলন সফল হওয়ার পেছনে ভূমিকা রেখেছে।
সবশেষে নানা প্রতিকূলতা উপেক্ষা করেও অনুষ্ঠিত হওয়া এই সম্মেলন স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
—