Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা।

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:-
আগস্ট ২৬, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে
কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য বিভাগের উদোগে সোমবার (২৫ আগস্ট) সকালে র‍্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মালেকুল আফতাব ভূইয়ার সভাপতিত্বে
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ ফরহাদ আবেদীন মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল।

মালেকুল আফতাব ভূইয়া বলেন, একজন মাকে মাতৃদুগ্ধ খাওয়ানোর ক্ষেত্রে অনেকরকম জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। সেক্ষেত্রে মানসিক প্রস্তুতি হলো সব থেকে বড় বিষয়। বাচ্চা গর্ভধারণের সময়ই মাকে স্থির করে নিতে হবে যে, সে বাচ্চাকে পুরো দু’বছর বা বাচ্চার যতদিন প্রয়োজন ততোদিন মায়ের দুধ খাওয়াবে। এই মানসিকতা যদি শুরুতেই তৈরি হয় তাহলে আর জটিলতা থাকবে না।

প্রাতিষ্ঠানিক ডেলিভারির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ডেলিভারি যদি সরকারি প্রতিষ্ঠানে হয় তাহলে শিশুকে দুধ খাওয়ানোর সঠিক নিয়ম জানা সহজ হয়।
কেননা সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষিত ও দক্ষ নার্স রয়েছে। তারা এ বিষয়ে সার্বিক সহযোগিতা করতে পারে। প্রতিটি মায়ের গর্ভকালীন চিকিৎসা ভালো প্রতিষ্ঠানে হওয়া দরকার উল্লেখ করে এসময় তিনি সকল সচেতন নাগরিককে মাতৃদুগ্ধ বিষয়ক স্বাস্থ্য বার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার আহবান জানান।

এসময় অত্র কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসকবৃন্দ ও কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।