বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
আজ ১৫ অগাস্ট জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য ওয়ালীউল্লাহ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমদ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নূর আহমেদ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল হালিম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর আলম, সাবেক অতিরিক্ত সচিব ড. আনিসুল আউয়াল,বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বুলবুল প্রমুখ
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম থেকে আলোচনায় অংশ নেন কালাম ফয়েজী, রায়হান আল মাহমুদ রানা, আতাউর রহমান আতা, নজরুল ইসলাম, বাবুল খান, নাসির উদ্দিন সোহান প্রমূখ।
সভাপতির বক্তব্যে অলিউল্লা বাবলু বলেন বিগত দিনে মুক্তিযোদ্ধা দলের নামে যা হয়েছে তাতে বিএনপিও ক্ষতিগ্রস্ত, মুক্তিযোদ্ধারাও ক্ষতিগ্রস্ত। আগে যারা সভাপতি সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন তারা বিএনপির লোক নন। সুবিধা নেয়ার জন্য দলে ভিড়েছেন। সুবিধা নেয়ার পর যে যার মত চলে গেছেন। এখন আমাদের সংগঠন আমাদের হাতে। আমরা অবশ্যই চাই কেন্দ্রীয় বিএনপি তথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রতি নজর দিবেন এবং প্রকৃত মুক্তিযোদ্ধা এবং বিএনপি মনা নেতাদের দিয়ে মুক্তিযোদ্ধা দল সাজাবেন।অচিরেই আমরা বিষয়টা নিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেবের কাছে প্রতিবেদন দাখিল করব। সহ-সভাপতি বক্তব্যে কুতুব উদ্দিন আহমদ বলেন ইশতিয়াক আজিজ উলফাত সাদেক আহমেদ খান মুক্তিযোদ্ধা দল নিয়ে ব্যবসা করেছেন এবং তাদের অপতপ্রতা বিষয়ে সকলেই ওয়াকিবহাল আছেন। আমরা বলব আমাদের দল আমাদের হাতেই ছেড়ে দেয়া হোক। তাহলে আমরা অচিরেই সারা দেশব্যাপী বীর মুক্তিযোদ্ধাদের সংগঠিত প্রয়াস শুরু করব। মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মকে সুসংগঠিত করব।
সদস্য সচিব নুর আহমেদ বলেন আপসহীন দেশনেত্রী আমাদের মা বেগম জিয়ার জন্য আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। তিনি দলের কান্ডারী দেশের কান্ডারী কান্ডারী আমরা তার জন্য আল্লাহর কাছে নেক হায়াত চাই এবং দেশের কান্ডারী। তার জন্য দেশ বেঁচে গেছে। আমরা তার জন্য আল্লাহর কাছে নেক হায়াত চাই এবং বীর মুক্তিযোদ্ধাগণ যারা এর মধ্যে ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের বেহেস্ত নসিব করুন। তিনি দলের ঐক্য কামনা করে বলেন আমাদের অনাগত দিনে আরও শক্তিশালী হতে হবে, ঐক্য অটুট রাখতে হবে। সভাশেষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।