শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সান্ধায় সাবেক সাংসদ সদস্য মরহুম ডাঃ মোহাম্মদ আলী বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি নূর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন দর্পনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, যুবদলের আহবায়ক এনামুল হক হলুদ, যুগ্ম আহবায়ক ইশতিয়াকুর রহমান বাবু, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক কাজী আশিকুর রহমান আশিক, ছাত্রদলের সাবেক সভাপতি শামিমুল ইসলাম শামীম, তরুণ দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শহিদ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ-সময় আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত ও জিয়া পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।