Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার চারতলা ভবনের উদ্বোধন বিএনপি সবসময় শিক্ষার মানোন্নয়নে কাজ করেছে- আনোয়ার আলদীন

এম জালাল উদ্দীন:পাইকগাছা প্রতিনিধি:-
আগস্ট ৮, ২০২৫ ২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে এক বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সামনে ৩১ দফা রূপরেখা উপস্থাপন করেছেন, যেখানে শিক্ষা খাতের রূপান্তর ও মানোন্নয়নের বিস্তারিত দিকনির্দেশনা রয়েছে। শিক্ষার উন্নয়নের মাধ্যমেই একটি সুসংগঠিত ও আলোকিত জাতি গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, ইসলামী শিক্ষার প্রসারে আমি সবসময় আলেম সমাজের পাশে থেকেছি এবং আগামীতেও থাকবো। সমাজের বিভিন্ন অসঙ্গতি ও বিভ্রান্তিকর মতবাদের বিরুদ্ধে আলেমদের সোচ্চার হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম। তিনি বলেন, “শিক্ষকেরাই জাতিকে আলোর পথ দেখায়। শিক্ষার আলো ছড়িয়ে দিতে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ (এমবিবিএস) বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার প্রসারে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই।”

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মণ্ডল, মেহেরুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, সহকারী প্রধান শিক্ষক খান মো. খলিলুর রহমান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী পারভেজ মোহাম্মদ, জামায়াত নেতা আবুল কাশেম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও অভিভাবক সদস্য তৌহিদুজ্জামান মুকুল, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য তুষার কান্তি মণ্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল কাদের প্রমুখ।

জমিদাতা পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শেখ সাহাজুদ্দিন, শেখ ইউনুস আলী ও শেখ সেকেন্দার আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আল আমীন মাহমুদ এবং দোয়া পরিচালনা করেন সাবেক সিনিয়র সহকারী অধ্যাপক আলহাজ্ব হযরত মাওলানা আবুল হোসাইন।

অনুষ্ঠানে মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।