Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জনগণের ভোগান্তি দূরীকরণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্সের উদ্যোগ।

Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে সহজ ও কার্যকর করার লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় ইউএনও ফারজানা আক্তার বলেন, “বিভিন্ন জটিলতার কারণে জন্ম-মৃত্যু সনদ নিতে জনগণকে ভোগান্তি পোহাতে হতো। আমরা এমন পরিকল্পনা করছি, যাতে সহজেই এ সেবা জনগণের হাতে পৌঁছায়। জনসাধারণের ভোগান্তি দূর করা ও সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”