Crime News tv 24
ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে পুত্রবধূ কর্তৃক শাশুড়িকে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ।

নিজস্ব প্রতিবেদকঃ-
আগস্ট ৬, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল বাকেরগঞ্জ থানাধীন দুধাল গ্রামে পুত্রবধূ কর্তৃক শাশুড়িকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।আহতর নাম রওশনারা বেগম (৬৫) তিনি বাকেরগঞ্জ দুলাল গ্রামের মৃত্যু আব্দুল বারেক হাওলাদারের স্ত্রী।গত সোমবার রাত ১১ টায় হাওলাদার বাড়িতে বসে এই হামলার ঘটনা ঘটে।

পরে আহত্বর মেয়ে নিলুফা আজ বুধবার তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।আহত সূত্রে জানা গেছে, আহত রওশনারা বেগমের ছেলে বসির হাওলাদার একজন সহজ সরল মানুষ।বশির হাওলাদার স্ত্রী জেসমিন বেগম তার স্বামী বশির হাওলাদারকে তার কথামতো চলাফেরা করায়।

স্ত্রী জেসমিনের কথা ছাড়া কোন কাজ করতে পারেনা বশির হাওলাদার।এমনকি বিধবা মাকে ভরণপোষণ দিতেও বাধা দেয় জেসমিন।সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেসমিন তার স্বামী বশির হাওলাদারকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে শুরু করে।সময় বশিরের মা রওশনারা বেগম তার ছেলেকে বাঁচাতে গেলে জেসমিন ও তার ছেলে রমজান তাকে পিটিয়ে গুরুতর জখম করে।

এ বিষয়ের রওশনারার মেয়ে নিলুফা বেগম সাংবাদিকদের আরোজানায়,স্বামী বসির হাওলাদার সরল সোজা হাওয়ায় স্ত্রী জেসমিন বেগমের অন্য পুরুষের সাথে পরকীয়া রয়েছে।এখন শাশুড়ি সেখানে থাকলে পরকীয়ায় বাধা পড়ে এজন্য শাশুড়িকে বিভিন্ন সময় মারধর করে বাড়ি থেকে বিতাড়িত করার চেষ্টা করে।

এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ মীমাংসা হয়েছে বলে জানায়।বর্তমানে আহত রওশনারা বেগম শেবাচিমের অর্থোপেডিক ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহতদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।