Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে মাগুরায় নানা ধরনের কর্মসূচি পালিত।

admin
আগস্ট ৫, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

 

তৌহিদ, মাগুরা জেলা প্রতিনিধি:-

মাগুরায় গণঅভ্যুত্থান দিবস -২০২৫ উপলক্ষে নানা ধরনের কর্মসূচি পালিত হয়েছে । মঙ্গলবার ৫ ই আগষ্ট সকালে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবার ও আহতদের সন্মিলন অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে নিহত ১০ শহিদের প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্রের চেক ও ক্রেস্ট পরিবারের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

সম্মিলন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম, পিপিএম , সিভিল সার্জন মোঃ শামীম কবির, পৌরসভার প্রশাসক মোঃ আব্দুল কাদের, বিএনপির জেলা আহবায়ক আলী আহম্মদ, সদস্য সচিব মনোয়ার হোসেন, জামায়াতের জেলা আমীর অধ্যাপক এম বি বাকের সেক্রেটারি সাইদুর রহমান সহ জেলার অন্যান্য রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ। সবশেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে। এরমধ্যে জেলা বিএনপির উদ্যোগ একটি বিজয় মিছিল বের হয এবং জেলা জামায়াতে ইসলামী এর পক্ষ থেকে বিজয় মিছিল ও দুই রাকাত শোকরানা নামাজ আদায় করা হয়েছে।