Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন।

Link Copied!

সারা দেশের মতো গোপালগঞ্জেও নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করে।

পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত
দিনের শুরুতে জুলাই আন্দোলনে নিহত সাত শহীদের কবর প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা
সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জামায়াত নেতা অ্যাডভোকেট আজমল হোসেন সরদার ও অধ্যাপক রেজাউল করিম প্রমুখ। শেষে শহীদ পরিবারের হাতে ক্রেস্ট, ঘড়ি ও ক্যালেন্ডার তুলে দেওয়া হয়।

বিএনপি ও জামায়াতের কর্মসূচি
এদিন সকালেই সদর উপজেলা বিএনপি পাচুড়িয়া এলাকা থেকে বিজয় র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পার্কে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সকাল সাড়ে ১১টায় জামায়াতে ইসলামী শহরে গণমিছিল বের করে। মিছিলটি আলিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন লঞ্চঘাটে গিয়ে শেষ হয়।

উপজেলায় কর্মসূচি
কোটালীপাড়া, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনও শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে। পাশাপাশি বিএনপি ও জামায়াত পৃথকভাবে বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করে।