Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জে জামায়াতের গণমিছিল।

Link Copied!

জুলাই-আগস্ট ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) গণমিছিল অনুষ্ঠিত হয়।

সকাল ১১টা ৩০ মিনিটে গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লঞ্চঘাট এলাকায় পথসভায় মিলিত হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও গোপালগঞ্জ জেলা আমীর অধ্যাপক রেজাউল করিম। পথসভায় বক্তব্য রাখেন জেলা শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা আবদুল হামিদ, কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমীর অ্যাডভোকেট আজমল হোসেন সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের ‘ফ্যাসিবাদী কার্যক্রমের’ সমালোচনা করে গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়।