Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে সহপাঠীদের ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত।

Link Copied!

গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি হাইস্কুলে সহপাঠীদের ছুরিকাঘাতে নবম শ্রেণির ছাত্র হাকিম সিকদার গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আহতের মা শিল্পী বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট সকালে ক্লাসরুমে বসার জায়গা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সহপাঠী আজিজুল শেখের ছেলে আশিক শেখ, হাছিব শেখ এবং মিজানুর রহমান শেখের ছেলে ইয়ামিন শেখ মিলে হাকিম সিকদারকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে।

পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলার (নং-৬) পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি আশিক শেখকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। অন্য দুই আসামি ইয়ামিন শেখ ও হাছিব শেখ পলাতক রয়েছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদ জানান, “অভিযুক্ত আশিক শেখকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

আহতের মা শিল্পী বেগম বলেন, “ঘটনার পর থেকে আমাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।”