Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পূনর্বহালের দাবিতে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান।

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ:-
আগস্ট ৫, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট জেলার ঐতিহ্য, জনসংখ্যা ও ভৌগোলিক পরিধির বিবেচনায় অতীতে এই জেলার ৪টি সংসদীয় আসন ছিল, যা জেলার মানুষের রাজনৈতিক অংশগ্রহণ এবং উন্নয়ন প্রক্রিয়ায় প্রতিনিধিত্ব নিশ্চিত করত। কিন্তু পরবর্তীতে আসন সংখ্যা কমিয়ে আনা হয়, যা বাগেরহাট বাসীর স্বার্থবিরোধী এবং অবিচার মূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।

বাগেরহাট জেলার সর্বদলীয় সম্মিলিত কমিটি জেলার জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পুনরায় ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে। গতকাল রোববার ৩ জুলাই বিকেল সাড়ে চারটায় খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার এর নিকট স্মারকলিপি প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় সংসদের গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান,বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অহিদুজ্জামান দিপু,সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম,সাবেক সচিব ডক্টর ফরিদুল ইসলাম, সাবেক সচিব মশিউর রহমান, যুগ্ন আহ্বায়ক বাগেরহাট জেলা বিএনপি খাদেম নিয়ামুল নাসিম আলাপ,

বাগেরহাট বিএনপি নেতা মনিরুল, বাগেরহাট সদর থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক,বাগেরহাট জেলা সাবেক যুবদল সাধারণ সম্পাদক সুজন মোল্লা সহ বাগেরহাট জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।