Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের সলঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির দরজায় অনশন করছে-০১ নারী।

Link Copied!

সিরাজগঞ্জের সলঙ্গায় ঘটে গেছে চাঞ্চল্যকর এক ঘটনা! ৫ বছর ধরে প্রেম, শারীরিক সম্পর্ক আর ১২ লাখ টাকা লেনদেন—সব শেষে প্রেমিকের ‘বেইমানি’র শিকার হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির দরজায় অনশন শুরু করেছেন দুই সন্তানের জননী সালমা খাতুন (৩৬)।

রোববার (৩ আগস্ট) সকাল থেকে তিনি অনশন করেছেন উল্লাপাড়া উপজেলার ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের প্রেমিক দুলাল সরকারের (৪০) বাড়িতে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সালমা জানান, একটি ধান ভাঙানোর মিলে কাজ করতে গিয়েই দুলালের সঙ্গে তার পরিচয়। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়, শুরু হয় প্রেম। প্রেমের সম্পর্কের আড়ালে চলতে থাকে শারীরিক ঘনিষ্ঠতা। সালমার দাবি, “দুলাল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। সেইসাথে বিভিন্ন সময়ে কৌশলে আমার কাছ থেকে আদায় করে নিয়েছে প্রায় ১২ লাখ টাকা।”

 

তিনি বলেন, “বিয়ের চাপ দিলে সে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয়। এখন সে আমাকে এড়িয়ে চলছে। বাধ্য হয়ে আমি তার বাড়িতে এসে অনশনে বসেছি। বিয়ে না করা পর্যন্ত এখানেই থাকব।”

অভিযোগ উঠেছে, সালমার উপস্থিতিতে দুলাল সরকার পালিয়ে গেছেন। তার ফোন নম্বরটিও বন্ধ। স্থানীয়রা জানিয়েছেন, দুলালের পরিবার বিষয়টি ধামাচাপা দিতে সালমাকে টাকা দিয়ে ‘মীমাংসা’ করতে চাচ্ছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”