Crime News tv 24
ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরগুনা আদালত চত্বর থেকে পুলিশের অবহেলায় আসামি পলায়ন।

Link Copied!

বরগুনার আদালত চত্বর থেকে আসামি পালিয়েছে। বিচারকের আদেশপ্রাপ্ত আসামিকে কারাগারে নিয়ে যাবার সময় মো: আল আমিন (৩০) নামের এ আসামি পালিয়েছে। আসামি আল আমিন বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লেমুয়া গ্রামের আলতাফ চৌকিদারের ছেলে।

আদালত পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে আদালত থেকে কারাগারে নেয়ার সময় আসামি আল আমিন হাতকড়া খুলে দৌঁড়ে পালিয়ে যায়।

মামলা সূত্রে জানা যায়, আল আমিনের স্ত্রী ময়না আক্তারের ২০১৭ সালের ৪৮ নম্বর পারিবারিক মামলায় রায় হলে ২০১৮ সালে ৩৬ নম্বর পারিবারিক ডিক্রি জারি মামলা করেন ময়না আক্তার। ওই মামলায় দীর্ঘদিন পলাতক ছিল আসামি আল আমিন। পরে শনিবার রাতে পুলিশ গ্রেফতার করে আসামি পরের দিন সকালে আল আমিনকে আদালতে পাঠালে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে আদালতের পুলিশ পরিদর্শক মো: মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আদালতের আদেশে আসামি আল আমিনকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য তিনজন কনস্টবলকে সাথে নিয়ে এটিএসআই মো: আমিনুল আসামিকে আদালত চত্ত্বরে রাখা গাড়ির কাছে নিয়ে আসলে আসামির হাতে থাকা হাতকড়া খুলে পালিয়ে যায়।