খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা খানাবাড়ি এলাকায় ৩ আগস্ট রবিবার ২০২৫ এর রাত আনুমানিক ৮টার দিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
মোটরসাইকেল চালানোর সময় আলামিন (৪০)নামের এক যুবককে গুলি করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান,রাতের অন্ধকারে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। এ সময় কিছু অজ্ঞাত নামা দুর্বৃত্ত তাকে গতিরোধ করে গুলি এবং ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশে খবর দিলে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ও ঘটনার পেছনের কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।