Crime News tv 24
ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাকমন পিপলস্ পার্টি (পিপিপি) উদ্যোগে ২১শে সেপ্টেম্বর, ২০২৫ জাতীয় সংসদ নির্বাচন অনলাইনে মনোনয়ন পত্র গ্রহণ ঘোষণা।

এস এম জাহান ইমাম স্টাফ রিপোর্টারঃ-
আগস্ট ৩, ২০২৫ ১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

দার্শনিক মোঃ জাহিদুল হক (জাহেদ) এর কাছে ক্ষমতা হস্তান্তর এর জন্য মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি উদাত্ত আহ্বান আজ বিকাল ৩ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবে মানিক মিয়া হলে এক গোল টেবিল বৈঠকে, সভাপতির বক্ত্যবে, পাকমন পিপলস্ পার্টির সভাপতি দার্শনিক মোঃ জাহিদুল হক (জাহেদ), দেশ বাসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী ২১ শে সেপ্টম্বর ২০২৫. পাকমন ইউনিয়ন UPSR রাষ্ট্রের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা রাখার জন্য জাতীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই নির্বাচন পাকমন পিপলস্ পার্টির এমপি প্রার্থীদের কোন চ্যালেঞ্জ না করে পাকমন পিপলস পার্টির বিজয় নিশ্চিত করে। আগামী ২১শে সেপ্টেম্বর ২০২৫ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত সংসদ প্রর্থীদের গেজেট প্রকাশ করা হবে, উক্ত গেজেট প্রকাশনার পূর্বে পাকমন পিপলস পার্টির কাছে ক্ষমতা হস্তান্তর করলে জাতী প্রধান উপদেষ্টা ড. ইউনুস এর প্রতি ধন্যবাদ জ্ঞ্যাপন করবে। এখন থেকে প্রতি ৫ বছর অন্তর পাকমন পিপলস পার্টি ২১ সেপ্টম্বর প্রাতিষ্ঠানিক রূপ দান করবে। এবং UPSR রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করবে।
সভায় আরোও বক্তব্য: রাখেন দলের মহাসচিব খন্দকার আশরাফ ছিদ্দিকী, দলের সহ সভাপতি মোঃ শাহ্ আলম রাসেল, দলের স্থায়ী কমিটির সদস্য মোঃ আব্দুর রহিম, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ উমর ফারুক রবিন, দলের যুগ্ম মহাসচিব ও পাকমন পিপলস্ পার্টির প্রধান নির্বচান কমিশনার মোঃ আব্দুল রহমান, দলে সহসভা নেত্রী ডঃ ফাহিমা সুলতানা, দলের ঢাকা দক্ষিণের সভাপতি মোঃ রানা ইসলাম, পাকমন মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সেলিনা ইসলাম, পাকমন পিপলস্ পার্টির সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. মীর মোঃ আনোয়ারুল ইসলাম, ঢাকা দক্ষিনের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, পাকমন শ্রমিক দলের সভাপতি মোঃ ফেরদৌস খান, পাকমন শ্রমিক দলের সহ সভাপতি মোঃ সাকিব খান, পাকমন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রনি ইসলাম প্রমুখ।