রাঙামাটি পৌর জাসাস এর আওতাধীন নিম্নলিখিত ৯ নং ওয়ার্ড জাসাস এর আংশিক কমিটি অনুমোদন দেয়া হলো এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ করে অনুমোদন নেয়ার জন্য নির্দেশ দেয়া হলো।
মঙ্গলবার(২২জুলাই)২৫ খ্রিঃ
৫ জন বিশিষ্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাঙ্গামাটি পৌর শাখা,রাঙ্গামাটি পার্বত্য জেলা ‘র ৯ নং ওয়ার্ড জাসাস আংশিক কমিটি’র চুক্তিবদ্ধ এবং অনুমোদন কৃত পেইজে স্বাক্ষর করেন,
(শহিদুল ইসলাম ভুট্টো -সভাপতি) জাসাস,পৌর শাখা, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
মোঃ সোহেল রানা (সাধারন সম্পাদক) জাসাস,পৌর শাখা, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
পদবি কৃত ব্যক্তিরা হলেন।
মোঃ নুরুল আলম বাচ্চু (সভাপতি) কলেজগেইট।
মোঃ দিদার (সিঃ সহ সভাপতি) আমানতবাগ।
মোঃ আলী (সাধারন সম্পাদক) আমানত বাগ।
মোঃ ইমরান (সিঃ যুগ্ন সম্পাদক) কলেজ গেইট।
মোঃ ওয়াহিদ (সাংগঠনিক সম্পাদক)আমানত বাগ।