টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন বেরীবাইদ ইউনিয়নের গোবদিয়া থেকে মাদক সেবন কালে রনি মিয়া নামের এক মাদকসেবিকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রনির পরিবারের সদস্যদের সুনির্দিষ্ট অভিযোগ ও মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গোবুদিয়া দক্ষিণপাড়া এলাকার মৃত কাজিম উদ্দিনের ছেলে রনি মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।
এসময় সার্বিক সহযোগিতা করেন মধুপুর থানা পুলিশের একটি চৌকস দল।