ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়নের সরখাল পাঠাকাজি মিজি বাড়িতে জোরপূর্বক সম্পত্তি দখলের সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. জাফর মিজির সম্পত্তি একই বাড়ির চাঁন মিয়া মিজি গংদের সাথে সম্পত্তিগত বিরোধ চলে আসছে। এনিয়ে একাধিকবার সালিসি বৈঠক বসলেও সমাধান হয়নি।
গত ২১ জুলাই চাঁন মিয়া মিজি গং জোরপূর্বক সম্পত্তি দখল করে। এসময় শারমিন বেগম ও মাফিয়া বেগম সম্পত্তি দখল না করার জন্য ডাক দিলে দখলকারীরা তাদেরকে বেধরক মারধর করে। শারমিন বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন, মোবাইল চিনিয়ে নেয়।যার মূল্য ১ লাখ ১৬ হাজার টাকা। মাফিয়া বেগমকে হত্যার উদ্দেশ্যে গলা চাপিয়ে ধরলে তাদের ডাক চিৎকার শুনে লোকজন এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এনিয়ে বাড়াবাড়ি করলে ও মামলা করলে প্রানে মেরে ফেলার হুমকি দেয়।হামলার ঘটনায় জাফর মিজি ৭ জনকে অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, চাঁন মিয়া মিজি, হানিফ ক্বারী, আল আমিন, শামীম খান,বিল্লাল হোসেন, জুয়েল হোসেন, আরমান হোসেন প্রমুখ। সর্বসাং সরখাল, ফরিদগঞ্জ।