Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গাংনী বামুন্দীর সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ওবায়দুরসহ ৬ আওয়ামী লীগের নেতা কারাগারে।

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ-
জুলাই ১১, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত,বৃহস্পতিবার ১০ জুলাই-২০২৫ মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নাসিম রেজা এ আদেশ দেন।
আসামিদের মধ্যে রয়েছেন-ওবায়দুর রহমান, চেয়ারম্যান বামুন্দী ইউনিয়ন পরিষদ ও রামনগর গ্রামের আব্দুস সামাদের ছেলে আনারুল ইসলাম, সামিউল্লাহর ছেলে শহীদুজ্জামান শিপু, আব্দুল কুদ্দুসের ছেলে রাশিক বিশ্বাস, হারান বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম, আবুল হাসেমের ছেলে রাজু আহমেদ,
২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া জিআর ২২৭/২০২৪ নম্বর মামলায় তারা জামিনে ছিলেন, উচ্চ আদালত থেকে জামিন পেলেও মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার তারা মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে নতুন করে জামিনের আবেদন করেন। তবে বিচারক আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই মামলাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হয়েছিল বলে জানা গেছে।