টাঙ্গাইলের মধুপুরে কৃষি ও পরিবেশ বিষয়ক সচেতনতা মুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মধুপুর পৌর শহরের আকাশী গ্রন্হাগার ও বিজ্ঞান ক্লাবের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন,।৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড়. তৈমুর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সমাজ সেবা অফিসার মোস্তফা হোসাইন হিসাব হিসাবরক্ষণ কর্মকর্তা, মোহাম্মদ মনিরুজ্জামান, আকাশী গ্রন্হাগার ও বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান শহীদ। সাধারণ সম্পাদক মো. ফরমান হোসেন।
এসময় আকাশী গ্রন্হাগার ও বিজ্ঞান ক্লাবের অন্যান্য নেতৃবেন্দ ও সদস্যগন উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আউশনারা লাইনপাড়া দাখিল মাদরাসার সুপার মোহাম্মদ মহসিন। সেমিনার শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।