Crime News tv 24
ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

টানা বৃষ্টিতে চড়ম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ।

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:-
জুলাই ৯, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বুড়িচংয়ে কয়েক দিনের টানা বৃষ্টিতে চড়ম দূর্ভোগে পড়েছেন দিনমজুর ও অটো ভ্যান চালকেরা। অতি বৃষ্টিতে কাজ এবং যাত্রী না থাকায় তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এদিকে ফলসের মাঠে পানি জমে থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছে সবজির ক্ষেত।

আজ বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দিনমজুরদের অনেকে বৃষ্টির মধ্যেই বের হয়েছেন কাজের সন্ধানে। অনেকে আবার বৃষ্টিতে কাজে যেতে পারেননি। ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া মানুষদের।
জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের না হওয়ায় ভ্যান, রিকশা ও অটোরিকশার যাত্রী মিলছে না।

ভ্যান চালক শাকিল ও নাজমুল হোসেন বলেন, কদিন থেকে টানা বৃষ্টি হওয়ার কারণে যাত্রীও কমে গেছে। এখন ঘরে বসে না থেকে টাকা আয় করতে গাড়ি নিয়ে বেড়িয়ে পড়েছি। এভাবে বৃষ্টি হতে থাকলে পরিবারের কয়েক সদস্যর খাবারের টাকা জোগাড় করাই কষ্টকর হয়ে যাবে।

চা দোকানি বিল্লাল হোসেন বলেন, কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টির কারণে চায়ের দোকান খুলতে পারছি না। আমার দোকানটা খোলা আকাশের নিচে। দোকান বন্ধ থাকায় চরম কষ্টে আছি।

কৃষক সফিক জানান, গত কয়েক দিন থেকে চলা বিরামহীন বৃষ্টিতে মাঠে কৃষকের কাজ থমকে গেছে। শীতের আগাম সবজির ক্ষেতে পানি জমে থাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকেরা।

কৃষক আব্দুর রহিম বলেন, অতি বৃষ্টির কারণে মাঠের সব কাজ থমকে গেছে। সবজির ক্ষেতে পানি জমে থাকার কারণে এবার ব্যাপক ক্ষতি হবে বলে মনে হচ্ছে। সবজির গাছ পচে নষ্ট হয়ে যাচ্ছে।