Crime News tv 24
ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর অভিযানে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দালাল আটক-০৫

Link Copied!

বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের একটি বিশেষ টিম মঙ্গলবার ৮ জুলাই-২০২৫ দুপুর দুইটা দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৫ জন দালালকে আটক করেন, আটককৃতরা হলেন- নাজিম হোসেন পিতাঃছোটফু নাঈম, দিঘীরপাড়া, উজ্জ্বল হোসেন পিতাঃ রবিউল ইসলাম, চক্রপাড়া, সানোয়ার হোসেন পিতাঃ মোহর আলী, চক্রপাড়া, ইমরান হোসেন পিতাঃ বকুল আলী,শ্যামপুর ও শাকিল হোসেন পিতাঃ মান্নান হোসেন, গোপালপুর।
সেনা সূত্রে জানাগেছে ,দীর্ঘদিন ধরে এ চক্রটি হাসপাতালের সেবা গ্রহণকারীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিল। অভিযানের সময় তাদের হাতে-নাতে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের সত্যতা স্বীকার করে তারা।
আটক-কৃতদের পরবর্তীতে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে, সেনাবাহিনী ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমনে সেনাবাহিনী সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে, সন্ত্রাস, মাদক, ছিনতাই, জুয়া, দালাল চক্রসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং একটি দালালমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।