Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় যুবকের মাথায় গুলি/অবস্থা আশঙ্কাজনক।

Link Copied!

খুলনার রূপসা উপজেলার রাজাপুর এলাকায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মো. সাদ্দাম হোসেন নামে এক যুবক গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ জুন ২০২৫ এর রাত সাড়ে ১০টার দিকে দুটি প্রতিপক্ষ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বিকট শব্দে গুলির আওয়াজ শোনা যায় এবং আশপাশের লোকজন আতঙ্কে পালাতে শুরু করেন। সংঘর্ষের একপর্যায়ে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন বলে ধারণা করা হচ্ছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তির মাথায় ব্যান্ডেজ বাঁধা এবং মুখমণ্ডলে গুরুতর রক্তাক্ত জখম রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। তবে ঘটনার সঠিক কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে।