নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ২৬ জুন ২০২৫
নাসিরনগর উপজেলা বিএনপির বর্তমান সভাপতি এম. এ. হান্নানের বিরুদ্ধে নানা অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন গুনিয়াউক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই পোস্টে তিনি একাধিক অভিযোগ তুলে ধরে দলীয় নেতার শাস্তির দাবি জানান।
হাসান আল মামুন তার পোস্টে বলেন, “আমি অনেকদিন ধরেই চুপচাপ আছি, কিন্তু নাসিরনগরে যা শুরু হয়েছে তা দেখে আর চুপ থাকতে পারলাম না। একজন প্রবীণ আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্বকে মিথ্যাচার করে হেয় করার পেছনে যে নোংরা রাজনৈতিক প্রোপাগান্ডা চলছে, তা বন্ধ হওয়া উচিত।”
তিনি অভিযোগ করেন, নাসিরনগরে বিএনপির সভাপতি এম. এ. হান্নান “ত্রাসের রাজত্ব” কায়েম করেছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে রয়েছে:
• গরুর বাজারের ইজারা নিয়ে জালিয়াতি ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা
• ৩৯ লক্ষ টাকা আত্মসাৎ
• ৯টি ব্রিকফিল্ডের ইট দিয়ে বিলাসবহুল ৩তলা বাড়ি নির্মাণ
• ঠিকাদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়
• বহিষ্কৃত আওয়ামী লীগ ঘনিষ্ঠদের পুনর্বাসন
• দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে ব্যর্থতা
• আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন
মামুন আরও বলেন, “আমরা এমন স্বৈরাচারী নেতৃত্ব চাই না। যদি দলের শীর্ষ পর্যায় থেকে এসবের বিচার না করা হয়, তবে নাসিরনগর উপজেলা বিএনপি রাজনীতির তলানিতে চলে যাবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা যদি এসব প্রোপাগান্ডা বন্ধ না করেন, তাহলে আমরা আপনাদের নেতার অপকর্মের ফিরিস্তি তথ্যপ্রমাণসহ প্রকাশ করব।”
এই মন্তব্য ঘিরে নাসিরনগরে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এটি শুধু ব্যক্তি দ্বন্দ্ব নয়, বরং দলীয় নেতৃত্ব নিয়ে গভীর অসন্তোষের বহিঃপ্রকাশ।
এ বিষয়ে এম. এ. হান্নানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।